৭২ হুরী সম্পর্কিত হাদিসের সত্যতা
এই নিবন্ধ টির মাধ্যমে স্বর্গের ৭২ হুরী সম্পর্কিত হাদিসসমূহের সত্যতা নিরীক্ষণ করা হয়েছে।
ভূমিকা
যদিও কোরআন সহ অন্যান্য ধর্মগ্রন্থসমূহ থেকে ৭২ হুরী সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়,তথাপি কিছু ব্যক্তি ভ্রান্ত ধারনা পোষণ করেন যে, হুরীগণের সঠিক সংখ্যা শুধু একটি মাত্র দুর্বল হাদিসেই উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই উদ্ধৃতিসমূহ বিভিন্ন স্তরের সত্যতাবিশিষ্ট বিভিন্ন ধরনের হাদিস থেকে আমরা জানতে পারি।
৭২ হুরী সম্পর্কিত হাদিস উদ্ধৃতিসমূহ
শাইখ জিবরীল হাদ্দাদ হলেন একজন প্রসিদ্ধ হাদিস বিশেষজ্ঞ (মুহাদ্দিস),[1] যিনি শরিয়তের উপর বিশ্বের নেতৃস্থানীয় কর্তৃপক্ষের অন্যতম একজন ব্যক্তি হিসেবে স্বীকৃত।[2] ২০০৯ সালে অনুষ্ঠিত একটি উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর নাম "বিশ্বের সবচাইতে প্রভাবশালী ৫০০ মুসলিমগণের" একটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিলো এবং তাঁকে "পাশ্চাত্যের ঐতিহ্যবাহী ইসলামের সর্বাপেক্ষা অবিমিশ্র কণ্ঠস্বরের অধিকারী" হিসেবে ঘোষণা করা হয়েছিলো।[1] ২০০৫ সালে তাঁর দ্বারা জারিকৃত ফতোয়া থেকে নিম্নোলিখিত তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে।[3]
মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং সুনানে আল তিরমিজী হতে বর্ণিত
বঙ্গানুবাদ:
১। তাঁর শরীর থেকে প্রথম রক্তক্ষরণ শুরু হওয়ার সাথে সাথেই তাঁকে ক্ষমা করে দেওয়া হবে।
২।বেহেশতে তাঁর জন্যে নির্ধারিত স্থান টি প্রদর্শন করানো হবে এবং সকল ধরনের কবর আযাব থেকে তাঁকে সুরক্ষিত করা হবে।
৩।আখিরাতে পুনরুত্থানের দিনে তথা সবচাইতে মহাভীতির দিনে তাঁকে নিরাপদে রাখা হবে।
৪।তাঁর মস্তকে সম্মানের তাজ পরানো হবে;যার এক একটি ইয়াকুত পাথর দুনিয়া এবং এর অভ্যন্তরস্থ যে কোন কিছু অপেক্ষা অধিক মুল্যবান হবে।
৫।বেহেশতে তাঁকে ৭২ জন আয়তলোচনা হুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। এবং
উপরিউক্ত হাদিস টি একটি সন্তোষজনক, নির্ভরযোগ্য এবং একক শৃঙ্খলবিশিষ্ট (হাসান সহীহ গারীব) হাদিস।
বঙ্গানুবাদ:
ইবনে মাজাহ, আল বা’থ ওয়াল নুশুর এ আল বায়হাকী এবং কামিল এ ইবনে আ’দি দ্বারা জ্ঞাপিত
বঙ্গানুবাদ:
আল-জামি’ আল-সাগির(৭৯৮৯) এ আল সুয়ুতি উপরিউক্ত হাদিস টির শৃঙ্খল কে হাসান হাদিস হিসেবে উল্লেখ করেছেন।
সিফাত আল-জান্নাহ, দু’আফা এ আল-উকায়লি এবং আবু বকর আল-বাজ্জার এর মুসনাদে জ্ঞাপিত
বঙ্গানুবাদ:
সুনানে আল-কুবরা এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বল এ জ্ঞাপিত
“The servant in Paradise shall be married with seventy wives.” Someone said, “Messenger of Allah, can he bear it?” He said: “He will be given strength for a hundred.”
From Zayd ibn Arqam, Allah be well-pleased with him, when an incredulous Jew or Christian asked the Prophet, upon him blessings and peace, “Are you claiming that a man will eat and drink in Paradise??” He replied: “Yes, by the One in Whose hand is my soul, and each of them will be given the strength of a hundred men in his eating, drinking, coitus, and pleasure.”বঙ্গানুবাদ:
জাইদ ইবনে আরকাম(রহঃ) হতে বর্ণিত, যখন একজন সংশয়াপন্ন ইহুদী বা খৃস্টান ব্যক্তি মুহাম্মদ (সাঃ) কে জিজ্ঞাসা করলেন, আপনি কি এটাই দাবী করছেন যে, বেহেশতে একজন ব্যক্তি আহার এবং পান করতে সক্ষম হবে?’ তিনি উত্তর দিলেন, ’অবশ্যই; যার হাতে আমার প্রান রয়েছে, সেই মহান সত্ত্বার শপথ; তাদের প্রত্যেককেই আহার, পান, সঙ্গম এবং উল্লাস করা সহ প্রতিটি কাজেই একশত জন পুরুষের সমপরিমান শক্তি প্রদান করা হবে।"
ইবনে আবি শায়বা, ইবনে হিব্বান এবং আল হাকিম উপরিউক্ত হাদিস টি কে সহিহ বলে ঘোষনা করেছেন।
মুসনাদ আহমদ ইবনে হাম্বল এ জ্ঞাপিত
বঙ্গানুবাদ:
আল-‘আযামা তে আবু আল-শায়েখ এবং আল-বা’থ ওয়াল-নুশুর এ আল বায়হাকী দ্বারা জ্ঞাপিত
বঙ্গানুবাদ:
মা’রিফাত আল-সাহাবা এবং তারিখ দিমাশক এ জ্ঞাপিত
বঙ্গানুবাদ:
আল-সগির ও আল-আওসাত, সিফাত আল জান্নাহ এবং তারিখ বাগদাদ এ আল-খতিব দ্বারা জ্ঞাপিত
বঙ্গানুবাদ:
ইবনে আল-কায়িম এর হাদী আল-আরওয়াহ এবং ইবনে কাসিরের আল-ফিতান ওয়াল-মালাহিম অনুসারে আবু দীয়া’ আল-মাকদিসী উপরিউক্ত হাদিস টি কে সহিহ বলে ঘোষনা করেছেন। জাওয়া’য়িদ তারিখ বাগদাদ (সেকশন ১০০) এ খালদুন আল-আহদাব উক্ত হাদিস টি কে সহিহ হিসেবে বিবেচনা করেছেন।
ইবনে আব্বাস ও কিছুটা একইরুপ বক্তব্য দিয়েছেন। আবু ইয়া’লা তাঁর মুসনাদে বর্ণনাকারীগণের একটি উত্তম শৃঙ্খল (তথা হাসান হাদিস) উল্লেখ করেছেন; যেমনটি আল-হায়থামী ও তাঁর মাজমা’ আল-জাওয়া’য়িদ এ উল্লেখ করেছেন।
৭২ হুরি সম্পর্কিত অন্যান্য হাদিসসমূহ
বিভিন্ন সহিহ বর্ণনায় মুহাম্মদ উল্লেখ করেছেন, জাহান্নামের অধিকাংশ অধিবাসীই হবে নারী। কিন্তু নিম্নোক্ত হাদিস অনুসারে:
বঙ্গানুবাদ:
শাইখ জিব্রিল হাদ্দাদ উল্লেখ করেছেন, উপরিউক্ত হাদিসে উদ্ধৃত ‘নারী’ বলতে জান্নাতে শহীদগণের সঙ্গিনীদের বোঝানো হয়েছে।
হাদিসের সত্যতার উপর ফতোয়াসমূহ
শাইখ মুহাম্মদ সালিহ আল-মুনাজ্জিদের তার "Islam Q&A" নামক একটি ওয়েবসাইট এ ৭২ হুরি সম্পর্কিত একটি হাসান হাদিস উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে:
“The martyr (shaheed) has seven blessings from Allaah: he is forgiven from the moment his blood is first shed; he will be shown his place in Paradise; he will be spared the trial of the grave; and he will be secure on the Day of the Greatest Terror (the Day of Judgement); there will be placed on his head a crown of dignity, one ruby of which is better than this world and all that is in it; he will be married to seventy-two of al-hoor al-‘iyn; and he will be permitted to intercede for seventy of his relatives.”
According to another report, the martyr has six blessings from Allaah. According to other reports (the number is) six, or nine, or ten.
(Narrated by al-Tirmidhi, who said it is a hasan hadeeth. Also narrated by Ibn Maajah in al-Sunan, by Ahmad, by ‘Abd al-Razzaaq in al-Musannaf, by al-Tabaraani in al-Kabeer, and by Sa’eed ibn Mansoor in al-Sunan).Shaykh Waleed al-Firyaan, Islam Q&A, Fatwa No. 8511
বঙ্গানুবাদ:
“আল্লাহর পক্ষ হতে শহীদগণের জন্যে সাতটি আশীর্বাদ রয়েছে:
তাঁর প্রথম রক্তপাত হওয়া মাত্রই তাঁর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে,
বেহেশতে তাঁর জন্যে নির্ধারিত স্থান টি পরিদর্শন করানো হবে,
কবর আজাব থেকে তাঁকে মুক্তি দেওয়া হবে,
হাশরের ময়দানের ন্যায় প্রচণ্ড ভীতিকর দিনেও তাঁকে সুরক্ষিত রাখা হবে,
তাঁর মাথায় এমন একটি সম্মানের মুকুট পরানো হবে; যার একেকটি পদ্মরাগমণি পৃথিবী এবং এর মধ্যস্থিত যে কোন বস্তু অপেক্ষা উত্তম হবে,
তাঁকে ৭২ জন হুরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হবে,
এবং তাঁর নিকটাত্মীয়গণের মধ্য হতে ৭০ জনের জন্যে শাফায়াৎ করার অনুমতি দেওয়া হবে।”
অন্য একটি বিবরণ অনুসারে, শহীদগণের জন্যে ছয়টি আশীর্বাদ রয়েছে। এছাড়া অন্যান্য বিবরণে ছয়টি বা নয়টি অথবা দশটি আশীর্বাদের কথা উল্লেখ করা হয়েছে।
শায়েখ ওয়ালিদ আল-ফিরিয়ান, Islam Q&A, ফতোয়া নং ৮৫১১
শাইখ জিব্রিল হাদ্দাদ তার "SunniPath" নামক একটি অনলাইন ইসলামী একাডেমী তে নিম্নোক্ত হাদিস টি উল্লেখ করেছেন:
Shaykh Gibril Haddad, SunniPath.com, Question ID:4828
বঙ্গানুবাদ:
শাইখ জিব্রিল হাদ্দাদ, SunniPath.com, প্রশ্ন নং ৪৮২৮
মুফতি ইব্রাহিম দেশাই তাঁর "AskImam" নামক একটি ওয়েবসাইটে কয়েকটি হাসান এবং সহিহ হাদিস উল্লেখ করেছেন। যেমন :
1. Sayyiduna Miqdaad ibn Ma?adikarib (Radhiallaahu Anhu) recorded by Imaam Tirmidhi in his Sunan (Hadith1663). Imam Tirmidhi has classified this Hadith as Sahih (authentic).
2. Sayyiduna Ubaadah ibn Thaabit (Radhiallaahu Anhu) recorded by Imaam Ahmad in his Musnad (Hadith17117), Imaam Bazzaar in his Musnad and Imaam Tabrani in his al-Majmual Kabir. (Majma-uz-zawaaid vol.5 pg.293). Hafiz Munzhiri (ra) has classified the chain of narrators of Musnad Ahmad as Hasan (sound) . (al-Targheeb vol.2 pg.320). And Haafiz al-Haythami (ra) has mentioned that the narrators of Musnad Ahmad and Tabrani are all reliable.
and Allah Ta'ala Knows Best
Moulana Muhammad ibn Moulana Haroon Abbassommar
FACULTY OF SPECIALTY IN HADITHMufti Ebrahim Desai, Ask-Imam, Question No. 7007, October 29, 2002
বঙ্গানুবাদ:
১। সাঈদুনা মিকদাদ ইবনে মা’আদীকারিব (রাঃ) এর বক্তব্যটি ইমাম তিরমিজি তাঁর সুনানে (হাদিস ১৬৬৩) লিপিবদ্ধ করেছেন। ইমাম তিরমিজি উক্ত হাদিস টিকে সহিহ হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন।
২। ২।সাঈদুনা উবাদাহ ইবনে সাবিত (রাঃ) এর বক্তব্যটি ইমাম আহমদ তাঁর মুসনাদে (হাদিস ১৭১১৭), ইমাম বাজ্জার তাঁর মুসনাদে এবং ইমাম তাবরানী তাঁর আল-মাজমুয়াল কবিরে (মাজমা-উজ-যাওয়ায়িদ, খণ্ড ৫, পৃষ্ঠা ২৯৩) লিপিবদ্ধ করেছেন। হাফিজ মুঞ্জিরী (রাঃ) মুসনাদ আহমদে উদ্ধৃত উক্ত হাদিস টিকে হাসান হাদিস হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন (আল-তারগীব খণ্ড ২, পৃষ্ঠা ৩২০)। এবং হাফিজ আল-হায়থামী (রাঃ) মুসনাদ আহমদ এবং তাবরানী তে উল্লিখিত সকল হাদিসসমূহ কে নির্ভরযোগ্য বলে অভিহিত করেছেন।
এবং আল্লাহ তায়ালাই সর্বজ্ঞ।
মওলানা মুহাম্মাদ ইবনে মওলানা হারুন আব্বাসুমার
হাদিসসমূহের বিশিষ্টতা বিষয়ক অনুষদমুফতি ইব্রাহিম দেশাই, Ask-Imam, প্রশ্ন নং ৭০০৭, অক্টোবর ২৯, ২০০২
উপসংহার
এই নিবন্ধটি হতে আমরা অন্ততপক্ষে তিনটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারনা লাভ করতে পারি:
১।ইসলাম আমাদের শিক্ষা দেয় যে, জিহাদে অংশগ্রহণকারীদের মধ্যে যারা শহীদের মর্যাদা লাভ করবেন, তাঁরা পুরস্কার হিসেবে ৭২ জন স্ত্রী তথা কুমারী লাভ করবেন।
২।তন্মধ্যে দু’জন নারী হবেন আয়তলোচনা জান্নাতি হুরি আর সত্তরজন হবেন জাহান্নামীদের মধ্য হতে ওয়ারিসী সুত্রে প্রাপ্ত।
৩।এবং এই হাদিসগুলো বিভিন্ন মুসলিম পণ্ডিতগণের মতামত অনুসারে সহিহ বলে গন্য হয়েছে।
আরও দেখুন
হুরী - একটি হাব পেইজ যেখানে কুমারী সংক্রান্ত নিবন্ধ রয়েছে
বহিঃস্থ সূত্র
তথ্যসূত্র
- ↑ 1.0 1.1 Edited by Prof. John Esposito and Prof. Ibrahim Kalin - The 500 Most Influential Muslims in the World (P. 94) - The Royal Islamic Strategic Studies Centre, 2009
- ↑ The Refutation of him who attributes direction to Allah - Kitaabun, accessed May 6, 2011
- ↑ Shaykh Gibril Haddad - How Many Wives Will The Believers Have In Paradise? - SunniPath, Question ID:4828, July 3, 2005